আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

পদ্মায় তীব্র স্রোতের ও প্রতিকূল আবহাওয়ার কারণে বুধবার (১৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। বুধবার দুপুর আড়াইটা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নৌপথে বন্ধ থাকবে ফেরি চলাচল।

ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সালাউদ্দিন আহমেদ। ঘাটে এ মুহূর্তে তেমন কোনো যানবাহন নেই বলে জানিয়েছেন বিআইডব্লিটিসির এই কর্মকর্তা।

হঠাৎ ফেরি বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েছেন এই নৌপথে আসা যাত্রী ও যানবাহনের চালকরা। অনেকেই ঘাটে এসে জানার পর ফিরে যাচ্ছেন বাড়িতে। আবার ফেরি বন্ধ হওয়ায় শিমুলিয়া ঘাট থেকে পরিবহনগুলো ঘুরে আরিচা ঘাটের দিকে ফিরে যাচ্ছে।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল আহমেদ বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা পোস্টকে বলেন, নদীতে প্রবল বাতাস ও তীব্র স্রোত থাকায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।

তিনি আরও জানান, দুপুরে ঘাটে প্রায় ১০০ পরিবহন থাকলেও এখন ২০ থেকে ২৫টি পরিবহন রয়েছে। বাকিগুলো ঘুরে আরিচার দিকে চলে গেছে। বুধবার সকালে ৫টি ফেরি চলাচল করলেও বহরে থাকা ফেরিগুলো দুই ঘাটে নোঙর করে রাখা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।

ব.ম শামীম/এনএ