রাজশাহী বিভাগে আরও ৬ জনের মৃত্যু
গত এক দিনে রাজশাহী বিভাগজুড়ে আরও ছয়জনের প্রাণ নিয়েছে মহামারি করোনা। এ নিয়ে বিভাগে প্রাণহানি দাঁড়াল ১ হাজার ৫০৬ জনে।
এই একদিনে রাজশাহীতে ২ জন এবং নাটোর, বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জে একজন করে মারা গেছেন। গত এক দিনে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাটে প্রাণহানির খবর মেলেনি।
বিজ্ঞাপন
বুধবার (১৮ আগস্ট) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত দৈনিক পরিসংখ্যানে এসব তথ্য জানানো হয়।
বিভাগীয় স্বাস্থ্য দফতর জানাচ্ছে, বিভাগে এ পর্যন্ত করোনা ধরা পড়েছে ৯২ হাজার ৭৩৬ জনের। এর মধ্যে গত এক দিনে বিভাগজুড়ে ৩৫৯ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।
বিজ্ঞাপন
এর মধ্যে সর্বোচ্চ ১২২ জনের করোনা ধরা পড়েছে সিরাজগঞ্জ জেলায়। এ ছাড়া রাজশাহীতে ৮০, বগুড়ায় ৪৮, পাবনায় ৪৫, জয়পুরহাটে ১৯, চাঁপাইনবাবগঞ্জে ১৭, নাটোরে ১৫ এবং নওগাঁয় ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
বিভাগে এ পর্যন্ত এ পর্যন্ত বিভাগে করোনায় ১ হাজার ৫০৬ জন প্রাণ হারিয়েছেন তার মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৬২৭ বগুড়া জেলার বাসিন্দা। এ ছাড়া রাজশাহীতে ২৭৫, নাটোরে ১৫১, চাঁপাইনবাবগঞ্জে ১৪৫, নওগাঁয় ১৩০, সিরাজগঞ্জে ৮৪, জয়পুরহাটে ৫৪ এবং পাবনায় ৪০ জন মারা গেছেন।
এ পর্যন্ত বিভাগে করোনা জয় করেছেন ৭৯ হাজার ৩৩৮ জন। এর মধ্যে গত এক দিনে সেরে উঠেছেন ২ হাজার ৫৮৬ জন করোনা রোগী।
তবে এই এক দিনে করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ জন। বিভাগে হাসপাতালে চিকিৎসাধীন মোট ১৪ হাজার ১৬৫ জন।
ফেরদৌস সিদ্দিকী/এনএ