নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

খুলনায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে মহানগরীর গল্লমারী জিরো পয়েন্ট এলাকায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। 
 
নগরীর হরিণটানা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, নতুন একটি ডিসকভার মোটরসাইকেলে সাতক্ষীরা থেকে খুলনার দিকে আসছিলেন দুইজন। পথে খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলের তাদের মৃত্যু হয়। তবে তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয়রা জানান, নগরীর সিকদার পেট্রোল পাম্পের পশ্চিমে সাতক্ষীরা লাইন কাউন্টারের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুইজন বাবা-ছেলে হতে পারে। তাদের সঙ্গে খেজুরের রসের বোতল ছিলো। ট্রাকের চাপায় মরদেহের চেহারা বিকৃত হয়ে যাওয়ায় তাদের চেনা যাচ্ছে না।

আরএআর