নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ হাজার ১১০ জনে। শনাক্তের হার ১৬ দশমিক ৭৪ শতাংশ। নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। তবে জেলার মোট মৃত্যুর সংখ্যা ২১৫ জন।

বুধবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টায় ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

সিভিল সার্জন জানান, নোয়াখালীর ল্যাবে ৪৩০টি নমুনা পরীক্ষা করে ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে নোয়াখালী সদরের ১১ জন, সুবর্ণচরের ১ জন, বেগমগঞ্জের ২১ জন, চাটখিলের ৭ জন, সোনাইমুড়ীর ১৯ জন এবং সেনবাগের ১৩ জন রয়েছেন।

এ নিয়ে নোয়াখালীতে করোনা শনাক্ত হয়েছে ১৯ হাজার ১১০ জনের। যার মধ্যে সদরে ৬ হাজার ৩৬৬ জন এবং বিভিন্ন উপজেলার ১২ হাজার ৭৪৪ জন রয়েছেন।

তিনি আরও জানান, কয়েক দিন ধরে জেলায় সংক্রমণের হার কমতির দিকে। একইসঙ্গে মৃত্যুও কমেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। তবে করোনায় নোয়াখালীতে মোট মৃত্যু হয়েছে ২১৫ জনের। যার মধ্যে সদরের ৩৮ জন আর বিভিন্ন উপজেলার ১৭৭ জন রয়েছেন।

হাসিব আল আমিন/এইচকে