চাঁদপুর আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতনামা বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে চাঁদপুর শহরের মিশন রোডের পূর্ব দিকে চাঁদপুর-লাকসাম রেলপথের খান বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার পর চাঁদপুর নতুন বাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে চাঁদপুর রেলওয়ে থানা পুলিশকে খবর দেন। নিহত বৃদ্ধের বয়স আনুমানিক ৫৫ বছর বলে জানিয়েছে পুলিশ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৃদ্ধের নাম-পরিচয় পাওয়া যায়নি।

চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, নিহত বৃদ্ধের কোনো নাম-পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনায় তার মাথা বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে। আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।

শরীফুল ইসলাম/এনএ