নওগাঁ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয় ভুয়া ডেন্টাল চিকিৎসককে ভ্রাম্যমান আদালতে জেল ও জরিমানা করা হয়েছে। এসময় ভ্রাম্যমান আদালতে চারজনের ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানাসহ আরো তিনজনের জেল দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নওগাঁ সদর উপজেলা সহকারী কমিশার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহারুল ইসলাম।

অভিযুক্তরা হলেন শহরের কালিতলা মহল্লার মৃত তমিজ উদ্দিনের ছেলে তৌফিকুল ইসলাম তুহিন (৪২), কাঁচাবাজার এলাকার মৃত মধুসদন সাহার ছেলে কৃষ্ণ কমল সাহা (৫৮), খাস-নওগাঁ মহল্লার মৃত ছহির উদ্দিনের ছেলে শহীদুল ইসলাস (৬১), মৃত আব্দুল আজিজ খানের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫) এবং লাটাপাড়া মহল্লার আশরাফুল ইসলাম (৪০) ও সাজ্জাদ হোসেন (৪১)।

এ ঘটনায় তৌফিকুল ইসলাম তুহিনের ৫০ হাজার টাকা জরিমানাসহ দুই মাসের জেল, কৃষ্ণ কমল সাহা ও জাহাঙ্গীর আলমের ৩০ হাজার টাকা করে জরিমানা, শহীদুল ইসলামের ৪০ হাজার টাকা জরিমানা এবং আশরাফুল ইসলাম ও সাজ্জাদ হোসেনের ২ মাস ১৫ দিন করে জেল দেওয়া হয়েছে।

নওগাঁ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহারুল ইসলাম বলেন, বিডিএস ডিগ্রি নেই। এইচএসসি পাস করেই চিকিৎসক পদবি ব্যবহার করে দীর্ঘদিন তারা দাঁতের চিকিৎসা দিয়ে আসছিলেন। শুধু তা-ই নয়, অন্য ডেন্টিস্টদের বিডিএস সনদ রেজিস্ট্রেশন চুরি করে তা নিজের বলে চালিয়ে আসছিল এতদিন। মানুষের কাছে নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক বলে প্রতারণা করে আসছিলেন তারা। তাদের ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা করা হয়েছে।

এ সময় র‌্যা-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানি কমান্ডার লে. কমান্ডার তৌকির আহমেদ ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আশিষ কুমার সরকার উপস্থিত ছিলেন।

শামীনূর রহমান/এনএ