৪০ দিন বয়সী সন্তান রেখে ডেঙ্গুতে জাবির সাবেক শিক্ষার্থীর মৃত্যু
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তাবাসসুম শাহীরাহ্ আকলিমা নামের এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতাল কর্তৃপক্ষ ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
নিহত শিক্ষার্থীর পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার রাত ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় আকলিমাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু অবস্থার কোনো উন্নতি না হলে এক পর্যায়ে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মৃত্যুবরণ করেন আকলিমা।
এদিকে সম্প্রতি মা হন তাবাসসুম শাহীরাহ্ আকলিমা। তার মৃত্যুতে মাকে হারিয়েছে ৪০ দিন বয়সী ছোট্ট শিশু আহনাফ আল মুত্তাকিন মিহাদ।
বিজ্ঞাপন
মিহাদের বাবা মেফতাহুল ইসলামও ডেঙ্গুতে আক্রান্ত। তিনি মহা-হিসাবনিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে এসএএস সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মরত।
আকলিমা-মেফতাহুল দুজনই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষার্থী ছিলেন। তাদের গ্রামের বাড়ি কুমিল্লায়।
আকলিমার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অঙ্গনে ও আকলিমার পরিচিতজনদের মাঝে। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা স্মৃতিচারণা করছেন প্রিয়জন হারানো এসব মানুষ।
এনএ