চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে মারা গেছেন তিনজন। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ২০৩ জনে।

এর মধ্যে চুয়াডাঙ্গায় করোনায় মারা গেছেন ১৮৩ জন এবং জেলার বাইরে ২০ জন। বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় নতুন করে ২০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৫৭২ জনে।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ বৃহস্পতিবার (২০ আগস্ট) নতুন ৯৫ জনের নমুনা সংগ্রহ করেছে। এ নিয়ে জেলায় নমুনা সংগ্রহের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৪০১ জনে। এ দিন ১১৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে।

এ নিয়ে মোট ২৫ হাজার ৪৮৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এ সময় নতুন ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৫৭২ জনে। এ সময় সুস্থ হয়েছেন ৪৩ জন। জেলায় মোট সুস্থ হলেন ৫ হাজার ৪৪২ জন।

বর্তমানে সক্রিয় রোগীর মধ্যে হাসপাতালে রয়েছেন ৪৫ জন আর বাড়িতে রয়েছেন ৮৮২ জন। নতুন যে ২০ জন শনাক্ত হয়েছেন তার মধ্যে সদর উপজেলার ৬ জন, আলমডাঙ্গা উপজেলার ৭ জন, দামুড়হুদার ৬ জন এবং জীবননগরে ১ জন রয়েছেন।

সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বলেন, বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়ে সদর হাসপাতালের রেড জোনে একজনের মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে হলুদ জোনে মারা গেছেন তিনজন। এ পর্যন্ত জেলায় মোট ৮৭ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।  

আফজালুল হক/এমএসআর