কিশোরগঞ্জে ২৪ ঘণ্টায় করোনায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় ৩৯২ নমুনা পরীক্ষা করে নতুন ৫২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ২৬২ জনের। জেলায় মোট মারা গেছেন ২০২ জন। এ দিন সুস্থ হয়েছেন ১৫৮ জন।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মারা যাওয়া পাঁচজনই শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তাদের মধ্যে সদর উপজেলার ২ জন, পাকুন্দিয়া উপজেলার ১ জন ও ভৈরব উপজেলার ২ জন বাসিন্দা রয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, কিশোরগঞ্জে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ২৬২ জন। তাদের মধ্যে ৮ হাজার ১০৯ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাকিরা আইসোলেশনে কিংবা হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত করোনায় ২০২ জনের মৃত্যু হয়।

এসকে রাসেল/এমএসআর