গাজীপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪৫ জনে। এ সময় নতুন ২৮৭ জনের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৩৭০ জনে।

শনিবার (২১ আগস্ট) দুপুর দেড়টায় মৃত্যু ও শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান। তিনি জানান, ২৪ ঘণ্টায় ১০৩০ জনের নমুনা পরীক্ষায় ২৮৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে গাজীপুর সদরে ২৩২ জন, কালীগঞ্জে ৩৪ জন, কাপাসিয়ায় ১৮ জন ও শ্রীপুরে তিনজন রয়েছে।

তিনি আরও জানান, এ পর্যন্ত জেলায় ১ লাখ ১৮ হাজার ১৬৩ জনের নমুনা পরীক্ষায় ২২ হাজার ৩৭০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে গাজীপুর সদরে ১৩ হাজার ৫৬৮ জন, কালীগঞ্জে ১ হাজার ৬৩৩ জন, কালিয়াকৈরে ২ হাজার ১৫০ জন, কাপাসিয়ায় ২ হাজার ১০৫ জন এবং শ্রীপুরে ২ হাজার ৯১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান জানান, নতুন পাঁচজনসহ এ পর্যন্ত জেলায় ৪৪৫ জন মারা গেছেন। এ সময় সুস্থ হয়েছেন ১৯ হাজার ৫২৪ জন।

শিহাব খান/এসপি