পাবনা জেলায় এক দিনে সর্বনিম্ন ২ জন রোগী শনাক্তের রেকর্ড হয়েছে। শনাক্ত হওয়া দুজনই ঈশ্বরদী উপজেলার বাসিন্দা। শনিবার (২১ আগস্ট) দুপুরে পাবনা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা অংশুপ্রতীম বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত বছরের ১৬ এপ্রিলে পাবনা জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর পর থেকে সংক্রমণের হার তুলনামূলকভাবে কম থাকলেও চলতি বছরে মে মাস থেকে আবার সংক্রমণ বাড়তে শুরু করে। মে মাসে ৪৬১ জন করোনা রোগী শনাক্ত হয়।

পরের মাসে শনাক্তের সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৫৬৫ জনে। আগের সব রেকর্ড ভেঙে জুলাই মাসে ৫ হাজার ৪১৫ জন করোনা রোগী শনাক্ত হয়। আগস্ট মাসে শনাক্তের হার কমতে থাকে। এ মাসে ১ হাজার ৭৭৫ জন করোনার রোগী শনাক্ত হন।

পাবনা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা অংশুপ্রতীম বিশ্বাস জানান, ২৪ ঘণ্টায় পাবনার ২৫৩ নমুনায় ২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ০ দশমিক ৭৯ শতাংশ।

১ লাখ ৪৭ হাজার ৮৬৬ জনের প্রাপ্ত ফলাফলে মোট শনাক্ত হয়েছে ১১ হাজার ৮৮৩ জন। মোট মৃত্যুবরণ করেছেন ৪০ জন। সুস্থ হয়েছেন ১০ হাজার জন। ১৪ শতাধিক রোগী বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী জানান, আগের তুলনায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জনগণের মধ্যেও কিছুটা সচেতনতা আসছে। তবে আগের চেয়ে আরও সাবধানতা অবলম্বন করতে হবে। সবাইকে যথাযথভাবে স্বাস্থবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।

রাকিব হাসনাত/এমএসআর