২১ আগস্ট গ্ৰেনেড হামলার নেপথ্যে তারেক রহমান : তোফায়েল আহমেদ
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার নেপথ্যে ছিল জিয়াউর রহমান। আর ২১ আগস্ট গ্ৰেনেড হামলার নেপথ্যে ছিল তার পুত্র তারেক রহমান।
শনিবার (২১ আগস্ট) সকালে ২১ আগস্ট গ্ৰেনেড হামলা দিবস উপলক্ষে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
তোফায়েল আহমেদ বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি-জামায়াত জোট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করার জন্য গ্রেনেড নিক্ষেপ করেছিল। হামলায় সেই দিন আইভি রহমানসহ ২২ জন মৃত্যুবরণ করেন। এই আগস্ট মাসেই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য সেই আগস্ট মাসকেই আবার বেছে নিয়েছিল বিএনপি-জামায়াত জোট।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য বার বার আক্রমণ চালানো হয়েছিল। চক্রান্তকারীরা সফল হয়নি। বঙ্গবন্ধু হত্যার পর জিয়াউর রহমান পাকিস্তানি ভাবধারায় দেশ পরিচালনা করেছিলেন। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের প্রশ্রয় দিয়েছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর জিয়াউর রহমান বাংলাদেশের পবিত্র সংবিধানকে তছনছ করে দিয়েছেন।
বিজ্ঞাপন
ভোলা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ হোসেন লাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হামিদুল হক বাহালুল মোল্লা, সৈয়দ আশরাফ হোসেন লাবু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।
আরএআর