হাতিয়ায় হত্যাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
মো. ইসমাইল
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় হত্যাসহ একাধিক মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া মো. ইসমাইল (৪০) হাতিয়া উপজেলার জাহাজমারা গ্রামের আবুল হোসেনের ছেলে।
শনিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টায় তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
থানা সূত্রে জানা যায়, মো. ইসমাইলের বিরুদ্ধে দুইটি হত্যা মামলাসহ সাতটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। শনিবার রাত সাড়ে ১০টায় হাতিয়া উপজেলার জাহাজমারা গ্রাম থেকে জেলা গোয়েন্দা শাখা তাকে গ্রেফতার করে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার মো. ইসমাইলের বিরুদ্ধে হাতিয়া থানায় ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, চুরি, মাদক ও হত্যাসহ সাতটি মামলা রয়েছে। রোববার (২২ আগস্ট) দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।
বিজ্ঞাপন
হাসিব আল আমিন/এইচকে