মানিকগঞ্জে ট্রাকচাপায় আনসার সদস্য নিহত
মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকচাপায় এনামুল হক (৪৫) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। রোববার (২২ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বরঙ্গাইল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনসার সদস্য এনামুল হক টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার হুমায়ন কবিরের ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে এনামুল হক বরঙ্গাইল বাসস্ট্যান্ড থেকে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিয়াদ হোসেন জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সঙ্গে থাকা কাগজপত্রে থেকে জানা গেছে তিনি একজন আনসার বাহিনীর সদস্য। তবে তিনি কোথায় চাকরি করেন বা কোথায় যাচ্ছিলেন তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে স্থানীয়রা আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
বিজ্ঞাপন
সোহেল হোসেন/এসপি