সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় ১ হাজার ৪০৬ নমুনা পরীক্ষা করে নতুন ২১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ২৯ শতাংশ। এ সময়ে করোনায় মারা গেছেন আরও ১২ জন। সব মিলিয়ে গত শনিবার, রোববার ও সোমবার বিভাগে করোনায় মারা গেছেন ৩৬ জন।

সোমবার (২২ আগস্ট) সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়ের করোনা সংক্রান্ত দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় সিলেটে ১০৫ জন, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ৩৩ এবং মৌলভীবাজারে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৪২১ জনে। এর মধ্যে সিলেট জেলায় ২৭ হাজার ৪১৭ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৯৪৯, হবিগঞ্জে ৬ হাজার ১৭৪ এবং মৌলভীবাজারে ৭ হাজার ৫১৭ জন আক্রান্ত হয়েছেন।

এদিকে করোনায় মৃত ১২ জনের মধ্যে ৭ জনই সিলেট জেলার, দুইজন সুনামগঞ্জের বাসিন্দা। এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন আরও ৩ জন।

বিভাগে করোনায় মারা গেছেন ৯৯৬ জন। এর মধ্যে সিলেট জেলার ৭২১ জন, সুনামগঞ্জের ৬৯, হবিগঞ্জের ৪৬ এবং মৌলভীবাজারের ৭০ জন রয়েছেন। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ৯০ জন।

তুহিন আহমদ/এমএসআর