রংপুরের বদরগঞ্জ উপজেলার ১০ নম্বর মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়নাল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ, প্রতারণামূলক ও ভয়ভীতি দেখিয়ে ১ কোটি ৬৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। 

সোমবার (২৩ আগস্ট) স্থানীয় সরকার বিভগের উপসচিব মো. আবুজাফর রিপন স্বাক্ষরিত এক চিঠিতে চেয়ারম্যানকে বরখাস্তের আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, চেয়ারম্যান আয়নাল হকের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ, প্রতারণা ও ভয়ভীতি দেখিয়ে ১ কোটি ৬৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে বদরগঞ্জ থানায়। ওই মামলায় এ বছরের ১২ মে চেয়ারম্যান আয়নাল হক গ্রেফতার হয়ে কারাগারে যান।এ ঘটনায় তার দ্বারা ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় বলে মনে করছে সরকার। এ কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্ন সময়ে আয়নাল হকের বিরুদ্ধে ইউপি সদস্যরা একাধিক অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছাচারিতাসহ বিভিন্ন প্রকল্পের অর্থ লুটের অভিযোগ তোলেন। এসব ঘটনা তদন্তের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, রংপুর জেলা প্রশাসকসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীরা।

অভিযোগ রয়েছে, ইউনিয়ন পরিষদের সদস্য ছাড়াই একা সভা করতেন চেয়ারম্যান আয়নাল হক। কারো মতামত না নিয়ে পরিষদ পরিচালনা করতেন। একইসঙ্গে মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবা ভাতাসহ পরিষদে আসা বিভিন্ন প্রকল্পের বরাদ্দের টাকা লুটপাট করেন। চেয়ারম্যান নিজেই স্বাক্ষর জাল করে অনেকের টাকাও আত্মসাত করেছেন।

ইউপি সদস্যরা জানান, চেয়ারম্যান আয়নাল হক সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২০২০-২০২১ অর্থবছরের নির্বাচিত শতভাগ বিধবা ভাতাভোগীদের কাছ থেকে জনপ্রতি চার হাজার টাকা করে ঘুষ গ্রহণ করেন। অনেকের কাছ থেকে ঘুষ নেওয়ার পরও ভাতা কার্ড না করে দেওয়া, প্রকৃত প্রতিবন্ধীদের তালিকায় নাম অন্তর্ভুক্ত না করার অভিযোগ রয়েছে। 

ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন। ২০১৯ সালে আয়নাল হকের বিরুদ্ধে ভিজিডি কার্ড ও এলজিএসপির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল।

এ বছরের ৬ মে চেক জালিয়াতি মামলায় চেয়ারম্যান আয়নাল হক গ্রেফতার হয়েছিল। পরে তিনি জামিনে মুক্ত হন। এর ছয়দিন পর ১২ মে তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহারের টাকা বিতরণে অনিয়মের অভিযোগ উঠে। এ ঘটনায় ওই দিন চেয়ারম্যানকে লাঞ্ছিত করেন বিক্ষুব্ধ জনতা।

ফরহাদুজ্জামান ফারুক/এসপি