ফাইল ছবি

পটুয়াখালীর বাউফলের ট্রলিচাপায় মো.সরোয়ার হোসেন (৩২) নামে এক প্রভাষক নিহত হয়েছেন। শনিবার (১৬ জানুয়ারি) সকাল পৌনে ৯টায় উপজেলার সাব রেজিস্ট্রি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সরোয়ার কনকদিয়া স্যার সলিমুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক ছিলেন। 

স্থানীয় বাসিন্দা মো. কামরুল হাসান বলেন, শনিবার সকাল পৌনে ৯টার দিকে তিনি মোটরসাইকেলযোগে বাউফল সাব রেজিস্ট্রি অফিসের রাস্তা পার হচ্ছিলেন। ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি তাকে চাপা দিলে তিনি পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসার আগে তার মৃত্যু হয়। 

এসপি