জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী কাদের মির্জা
ভোটকেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী আবদুল কাদের মির্জা
শান্তিপূর্ণভাবে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ শুরু হয়। সকাল ৮টার আগেই ভোট দেওয়ার জন্য বড় রাজাপুর উদয়ন ক্রিকেট একাডেমি কেন্দ্রে উপস্থিত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা। তিনি সকাল ৮টায় এ কেন্দ্রে ভোট দেন।
ভোট দেওয়ার পর আবদুল কাদের মির্জা বলেন, অত্যন্ত সুন্দর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। আগে সুষ্ঠু নির্বাচন নিয়ে নানা আশঙ্কা থাকলেও আপাতত সে রকম কোনো লক্ষণ দেখছি না। সরকারের উচ্চপর্যায় থেকে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস পেয়েছেন বলেও তিনি জানান।
বিজ্ঞাপন
নোয়াখালী জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, একটি নির্ভেজাল ও সংশয়মুক্ত নির্বাচন অনুষ্ঠানে এখানে ৯ কেন্দ্রে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ১০ জন ম্যাজিস্ট্রেট, তিনটি টিমে ২৪ জন র্যাব, ৮০ জনের চার প্লাটুন বিজিবি সদস্য এবং ২০০ পুলিশ মোতায়েন করা হয়েছে।
এছাড়া প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলার জন্য সার্বক্ষণিক ৫ পুলিশ ও ১৩ আনসার সদস্য রয়েছেন। তিনটি কেন্দ্রের জন্য একটি স্ট্রাইকিং ফোর্স ও সাতটি জরুরি টিম রাখা হয়েছে।
বিজ্ঞাপন
বসুরহাট পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২১ হাজার ১১৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৬২১ জন এবং নারী ভোটার ১০ হাজার ৪৯৪ জন। মোট ৯টি কেন্দ্রে বুথ সংখ্যা ৬১টি।
এ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবদুল কাদের মির্জা, বিএনপির প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী ও জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মাওলানা মোশাররফ হোসাইন মেয়র পদে, সংরক্ষিত তিনটি নারী কাউন্সিলর পদে সাতজন এবং ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৫ জনসহ মোট ৩৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আরএআর