জাল ভোট দিতে গিয়ে কারাগারে যুবক
পুলিশের হাতে আটক আবু সাঈদ
বগুড়ার শেরপুর ডিজে হাইস্কুলে জাল ভোট দিতে গিয়ে আবু সাঈদ (৩৮) নামে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। শনিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
কারাদণ্ড পাওয়া আবু সাঈদ উপজেলার গাড়িদহের বাংরা এলাকার মৃত মোকশেদ আলীর ছেলে।
বিজ্ঞাপন
জানা গেছে, শেরপুর ডিজে হাইস্কুল পৌর নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডের বিধান চন্দ্রের নামে জাল ভোট দিতে যায় ওই যুবক। মাস্ক পরা থাকায় এজেন্টদের সন্দেহ হয়। পরে মাস্ক খুলে দেখেন তিনি বিধান না, আবু সাঈদ। এ সময় কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে আটক করে।
ওই কেন্দ্রের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নন্দীগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার বলেন, জাল ভোট দিতে আসা আবু সাঈদকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৭১/চ আইনে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। ২ নম্বর ওয়ার্ডে ১৯৫৩ জন ভোটার রয়েছে।
বিজ্ঞাপন
এসপি