পদ্মায় ফেরি চলাচল ব্যাহত, ঘাটে ট্রাকের দীর্ঘ সারি
বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ এবং পদ্মায় তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দৌলতদিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। যানবাহনের মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেশি বলে জানা গেছে।
সরেজমিনে দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারিজ পর্যন্ত এলাকায় ফেরি পারের জন্য অপেক্ষায় রয়েছে অসংখ্য ট্রাক। অন্যদিকে দৌলতদিয়া ঘাট থেকে ১৩.৫ কিমি দূরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ীমুখী পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানকে আটকে রাখা হয়েছে। এগুলো অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে।
বিজ্ঞাপন
সাতক্ষীরা থেকে কাঠবোঝাই ট্রাক চালক সালাম সরদার বলেন, দৌলতদিয়া ক্যানেল ঘাট এলাকায় গতকাল সন্ধ্যায় এসে আটকা পড়েছি। এখনো ফেরির নাগাল পাইনি। কখন যে ফেরির নাগাল পাব, বুঝতে পারছি না।
কুষ্টিয়া থেকে আসা ঢাকাগামী ট্রাকচালক হেলাল ফকির বলেন, বাংলাবাজার-শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। ওই রুট থেকে কয়েকাট ফেরি এ রুটে সংযুক্ত করে দিলে এত সমস্যা থাকে না।
বিজ্ঞাপন
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসির) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক শিহাব উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৮টি ফেরি চলাচল করছে। নদীতে তীব্র স্রোত থাকায় ফেরিতে তেল বেশি লাগছে।
মীর সামসুজ্জামান/এসপি