আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে বিতরণ করা ঘর নির্মাণে অনিয়মের ব্যাপারে তদন্ত চলছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যায় আশুলিয়ার পাথালিয়ার নয়ারহাট গণবিদ্যাপাঠ উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় তিনি এ কথা জানান। 

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশে কেউ গৃহহীন থাকবে না। সারাদেশে প্রায় দুই লাখ ঘর বিতরণ করা হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জে ১২ থেকে ১৩ ঘরে ফাটল দেখা দিয়েছে। একটি জায়গায় মাটি ভরাট করে এই ঘর নির্মাণ করায় এমনটি হয়েছে। 

তিনি বলেন, এ ব্যাপারে তদন্ত চলমান রয়েছে। ঘর নির্মাণে কোনো অনিয়ম হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। তবে অনেক ঘরে ফাটলের কথা সঠিক নয়।

এনামুর রহমান বলেন, আপনারা শুনেছেন দেশের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রাজশাহী, নওগাঁ, কুষ্টিয়া, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর মাদারীপুরসহ ১০ জেলা প্লাবিত হয়েছে। এসব জেলায় আমরা ইতোমধ্যে ৮৭ লাখ টাকা ও শুকনা খাবার পাঠিয়েছি। এসব জেলা প্রশাসকের মাধ্যমে বিতরণ করা হবে। 

তিনি আরও বলেন, আমরা বন্যা পরিস্থিতি নিয়ে সজাগ রয়েছি। পর্যাপ্ত প্রস্তুতি আমাদের রয়েছে। আমাদের শুকনো খাবার বরাদ্দ রয়েছে। পরিস্থিতি অনুযায়ী সময় মত সব ধরনের সহযোগিতা করা হবে।

এনামুর রহমান বলেন, স্বাধীনতার পর থেকেই স্বাধীনতাবিরোধী শক্তি বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন দলে যোগ দিয়ে বহির্বিশ্বে বঙ্গবন্ধুকে বিব্রত করার চেষ্টা করেছে। তারা ষড়যন্ত্র করে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করেছে। এখনও তারা সক্রিয় রয়েছে। তাই কোনো অবস্থাতেই বিএনপি-জামায়াতের কোনো নেতাকর্মী যেন আওয়ামী লীগের কোনো সংগঠনে স্থান না পায় সেদিকে নজর রাখতে হবে।

সভায় সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খান, পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

মাহিদুল ইসলাম/আরএআর