দাগনভূঞায় তৃতীয়বার মেয়র হলেন ফারুক খান
মো. ওমর ফারুক খান
দাগনভূঞা পৌরসভা নির্বাচনে তৃতীয় বারের মতো বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন মো. ওমর ফারুক খান। এর আগে তিনি টানা দুবার মেয়র পদে দায়িত্ব পালন করেছিলেন। ৮ হাজার ২৩৪ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন।
শনিবার (১৬ জানুয়ারি) ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচনী ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও দাগনভূঞা পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নাসির উদ্দিন পাটোয়ারী।
বিজ্ঞাপন
তিনি জানান, এবার দাগনভূঞা পৌরসভা নির্বাচনে ৯ ওয়ার্ডে ১৩টি কেন্দ্রে ৪ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে মো. ওমর ফারুক খান নৌকা প্রতীকে সর্বাধিক ৮ হাজার ২৩৪ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম ধানের শীষ প্রতীকের সাইফুর রহমান স্বপন পেয়েছেন ৯৩৯ ভোট।
এ ছাড়া জাতীয় পার্টির বিনোদ বিহারী ভৌমিক ১১৯ ভোট ও স্বতন্ত্র প্রার্থী তারেক আজিজ খান পেয়েছেন ৬১ ভোট। পৌরসভায় এবার মোট ভোটার ছিলেন ২৪ হাজার ৭২ জন। মেয়র পদে ভোট দিয়েছেন ৯ হাজার ৩৫৩ জন। এ পৌরসভায় এবার ৩৭ দশমিক ৭৩ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বিজ্ঞাপন
এ ব্যাপারে বিজয়ী মেয়র প্রার্থী মো. ওমর ফারুক খান বলেন, তৃতীয়বার তাকে পুনরায় মেয়র পদে নির্বাচিত করায় ভোটারসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এনএ