নড়াইলের কালিয়া উপজেলার কুলশুর গ্রামে অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্রসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়।

আটকরা হলেন- উপজেলার বেন্দারচর গ্রামের মো. হানিফ মোল্লা (৩৫) ও তার স্ত্রী সোহানা বেগম (২৫)। 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোরে কালিয়া উপজেলার কুলশুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রণব কুমার সরকার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়ার নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমান উল্লাহ আল বারী ও এসআই মো. সাইদুর রহমান, আশিকুর রহমান ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামের হানিফ মোল্লার স্বীকারোক্তি মোতাবেক শ্বশুরবাড়ি কুলশুর গ্রাম থেকে তার স্ত্রী সোহানা বেগমকে আটক করা হয়। 

তাদের স্বীকারোক্তি মোতাবেক ঘরের মেঝেতে লুকিয়ে রাখা একটি চায়না পিস্তল ও দেশীয় তৈরি দুটি শুটারগান উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। 

পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, এ ঘটনায় কালিয়া থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

মো. মিলন/আরএআর