কুড়িগ্রামে বন্যায় ১১ হাজার হেক্টর ফসলি জমি প্লাবিত
কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যায় প্রায় ১১ হাজার হেক্টর জমির বিভিন্ন ফসল প্লাবিত হয়েছে।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি বন্যায় জেলায় ১০ হাজার হেক্টর জমির রোপা আমন ও ৮৫ হেক্টর জমির বিভিন্ন সবজি খেত ডুবে গেছে।
বিজ্ঞাপন
শনিবার (২৮ আগস্ট) স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, সন্ধ্যা ৬টায় ধরলার পানি সেতু পয়েন্টে বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার ও ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে ব্রহ্মপুত্রের পানি নুনখাওয়া পয়েন্টে বিপৎসীমার ৩৮ সেন্টিমিটার ও তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের ভেলুর বাজার গ্রামের কৃষক শফিকুল জানান, বন্যার পানিতে আমার এক বিঘা জমির পটল তলিয়ে গেছে। তলিয়ে গেছে রোপা আমন খেতও। গ্রামের রাস্তা-ঘাট তলিয়ে যাওয়ায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিজ্ঞাপন
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মঞ্জুরুল হক জানান, নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এখন পর্যন্ত প্রায় ১০ হাজার হেক্টর জমির আমন ও ৮৫ হেক্টর জমির সবজি খেত পানিতে তলিয়ে আছে। পানি দ্রুত নেমে গেলে কিছু ফসল রক্ষা পাবে। আর দীর্ঘস্থায়ী হলে ক্ষতি একটু বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।
জুয়েল রানা/এসপি