কুমিল্লায় ট্রেন-পিকআপ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত দুইটার দিকে জেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সালাম। তিনি জানান, রাত দুইটার দিকে একটি ট্রেন ও একটি পিকআপের সংঘর্ষ হয়েছে।

সংঘর্ষের পর ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। কেউ আহত হয়েছেন কি না, তা রাত সাড়ে তিনটা পর্যন্ত জানা যায়নি বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের পর পিকআপটি রেললাইনের ওপর উল্টে পড়ে আছে। দু-একজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে।

অমিত মজুমদার/আরএইচ