প্রতীকী ছবি

নেত্রকোনায় স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের জেরে গলায় দড়ি পেঁচিয়ে আারাফাত মিয়া নামে সাত বছরের শিশুসন্তানকে হত্যা করা হয়েছে। শনিবার (১৬ জানুয়ারি) সকালে জেলার সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের কান্দুলিয়া গ্রামে ঘটনাটি ঘটে।

এ ঘটনায় নেত্রকোনা মডেল থানা পুলিশ শিশুর বাবা এরশাদ মিয়াকে আটক করেছে। এরশাদ একই উপজেলার রৌহা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা। নেত্রকোনা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

ওসি তাজুল ইসলাম বলেন, বিয়ের পর থেকেই এরশার মিয়া ও তার স্ত্রী আফরোজা আক্তারের মধ্যে বনিবনা হচ্ছিল না। এরই মধ্যে শিশু আরাফাতের জন্ম দেয় এই দম্পতি। বিরোধের জের ধরে সম্প্রতি আফরোজা তার স্বামী এরশাদ মিয়াকে তালাক দিয়ে শিশু আরাফাতকে নিয়ে পিতার বাড়িতে বসবাস করে আসছিলেন।

এদিকে শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে হঠাৎ করে এরশাদ মিয়া শ্বশুরবাড়িতে গিয়ে হাজির হয়। আফরোজার কাছ থেকে ছেলে আরাফাতকে নিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরে দীর্ঘক্ষণ ঘর থেকে বের না হওয়ায় আফরোজা চিৎকার শুরু করেন এবং পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ঘর থেকে আরাফাতের মৃতদেহ উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক এরশাদ মিয়া পুলিশের কাছে হত্যার ঘটনা স্বীকার করেছে জানিয়ে ওসি আরও বলেন, এরশাদ মিয়া তার নিজের শিশুপুত্রকে গলায় দড়ি পেঁচিয়ে হত্যা করে লাশের পাশেই বসে ছিল। এ অবস্থাতেই তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এমএসআর