সোনারগাঁয়ে কলেজছাত্রকে হত্যাচেষ্টা, আহত ৫
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জেড় ধরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার খৈতারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার সনমান্দী ইউনিয়নের খৈতারগাঁও গ্রামের আবু কাউছারের সঙ্গে একই এলাকার নুর মোহাম্মদের দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। গত সোমবার তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়।
বিজ্ঞাপন
এর জেরে নুর মোহাম্মদ, তার ছেলে জনি, আবু কাইয়ুম রনি, স্ত্রী ঝর্ণা আক্তার, কান্দাপাড়ার ওসমান গনির ছেলে মোহন সিকাদার, কাইয়ুমের স্ত্রী মিহাদ সিকদারসহ ৮/১০ জন দেশীয় নিয়ে কাউছারের বাড়িতে অতর্কিত হামলা চালায়।
এ সময় কাউছারের কলেজপড়ুয়া ছেলে আবু হানিফকে রামদা ও চাপাতি দিয়ে মাথায়, হাতে এলোপাথারি কুপিয়ে আহত করে। তাদের চিৎকারে আবু হানিফের মা, চাচি, চাচা এগিয়ে আসলে তাদেরকেও মারাত্মক জখম করে তারা।
বিজ্ঞাপন
পরে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগকারী আবু কাউছার জানান, পূর্বশত্রুতার জের ধরেই আমাকে ও পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়েছে হামলাকারীরা। তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। বর্তমানে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
অপরদিকে নুর মোহাম্মদ জানান, তারাই প্রথমে হামলা চালিয়েছে। আমাদের লোকজনও আহত হয়েছেন। সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শেখ-ফরিদ/এমএসআর