খুলনার মৎস্য সেক্টরে সফল ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে। সোমবার (৩০ আগস্ট) দুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সভায় এসব পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সফল মৎস্যচাষি, ব্যক্তি, উদ্যোক্তা, প্রতিষ্ঠান, উৎপাদনকারী, রফতানিকারক ও সংগঠককে ক্রেস্ট এবং সনদপত্র পুরস্কার প্রদান করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

সফল মৎস্যচাষিরা হলেন খুলনার দাকোপের আবুল হোসেন, তেরখাদায় সফিকুর রহমান পলাশ, ডুমুরিয়ায় সমর কুমার দাশ, বটিয়াঘাটায় পঞ্চানন গাইন ও কয়রার সরদার শাহানুর আলম। পোনা উৎপাদনকারী মধ্যে ফুলতলার জাহিদ হোসেন ও দিঘলিয়ার আতিকুল ইসলাম।

রফতানিকারকদের মধ্যে দাকোপের বিএম মনিরুল ইসলাম, রূপসা খুলনার ফ্রোজেন ফুডস, রূপসার ফ্রেশ সি ফুডস, অর্গানিক শ্রীম্প সি ফুডস, এটলাস সি ফুডস, শিরোমনির জয় ফিড এবং সংগঠক শামসুর রহমান শাহীন।

মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, স্বাধীনতার পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে এক জনসভায় ঘোষণা দিয়েছিলেন মাছ হবে দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্যসম্পদের ওপর বেশি গুরুত্ব দিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশে দিন দিন মাছের চাহিদা যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি মাছের উৎপাদনও বেড়েছে। উন্নত প্রযুক্তির মাধ্যমে মাছ চাষ করলে বেশি লাভবান হওয়া সম্ভব। গুণগতমান নিশ্চিত করে মাছ উৎপাদনে মৎস্য সেক্টরের সঙ্গে জড়িত সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
   
জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইউসুপ আলী, খুলনা মৎস্য অধিদপ্তরের উপপরিচালক নারায়ণ চন্দ্র দাস, খুলনা বিশ্ববিদ্যালয় এফএমআরটি ডিসিপ্লিনের প্রফেসর গোলাম সরওয়ার মিঠু ও বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টাস আ্যসোসিয়েশনের সহসভাপতি এস হুমায়ুন কবির।

মোহাম্মদ মিলন/এমএসআর