ডিবির সোর্স হত্যা মামলায় আটক ৩
র্যাবের হাতে গ্রেপ্তার তিন আসামি
খুলনা মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের সোর্স শফিকুল ইসলামকে (৩৫) হত্যা মামলায় তিনজনকে আটক করেছে র্যাব-৬। রোববার (১৭ জানুয়ারি) রাতে লবণচরার আশিবিঘা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- লবণচরার বাঙালিগলির দক্ষিণ মোল্লাপাড়ার মো. বদি মোল্লার ছেলে মো. বাপ্পী মোল্লা (২৩), মোল্লাপাড়া মসজিদ গলির মো. আজারুল ইসলাম আজুর ছেলে মো. তরিকুল ইসলাম তারেক (২২) এবং মহিরবাড়ী ছোট খালপাড় এলাকার আশিকুর রহমান নিরুর ছেলে নাইমুর রহমান আকাশ (১৯)।
বিজ্ঞাপন
সোমবার (১৮ জানুয়ারি) সকালে র্যাব-৬ এর সহকারী পরিচালক (মিডিয়া ও লিগ্যাল) এএসপি মাহবুব উল আলম তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার রাতে লবণচরার আশিবিঘা এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা ইতোমধ্যে স্বীকার করেছে, মামলার মূল আসামি দুলাল তালুকদারের সঙ্গে যোগসাজশে এ ঘটনা ঘটিয়েছে। অন্য আসামিদের আটকে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ১২ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে নগরীর লবণচরা থানাধীন বান্দাবাজার এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তিনজন সোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে ইয়াবা বিক্রেতাদের আটকে অভিযানে যায়। সেখানে পূর্ব পরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা ইয়াবা বিক্রেতা চক্রের সদস্যরা তাদের ওপর হামলা চালায়। এতে গোয়েন্দা পুলিশের একজন এএসআইসহ অপর দুজন সোর্স গুরুতর আহত হন।
বিজ্ঞাপন
এ সময় গোয়েন্দা পুলিশের অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত সদস্যদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সোর্স শফিকুল ইসলামকে (৩৫) মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ১৩ জানুয়ারি লবণচরা থানায় একটি হত্যা মামলাসহ দুটি পৃথক মামলা করা হয়।
এসপি