ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় একজন ও উপসর্গে একজন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট মারা গেছেন ৫০৩ জন।

একই সময়ে ২৫৭ নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯ দশমিক ৪৫। এ নিয়ে ফরিদপুরে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ২০ হাজার ৭৩৪ জনে।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এ তথ্য জানা গেছে। মৃত দুজনের মধ্যে ফরিদপুরের একজন এবং গোপালগঞ্জের একজন রয়েছেন। করোনায় মারা যাওয়া নারী হলেন সালথার রুপবান বেগম (৮৫)।

জানা গেছে, পিসিআর ল্যাবে শনাক্ত ৫০ জনের মধ্যে ভাঙ্গায় দশজন, বোয়ালমারীতে দুইজন, মধুখালীতে দুইজন, সদরপুরে দুইজন, চরভদ্রাসনে দুইজন, সালথায় তিনজন এবং ফরিদপুর সদরে ২৯ জন রয়েছেন।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, হাসপাতালে মঙ্গলবার পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ১১২ জন। এর মধ্যে করোনা শনাক্ত ৭৯ জন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৭ জন। জেলায় মারা গেছেন ৫০৩ জন।

এমএসআর