ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশন

ঠাকুরগাঁও সদর উপজেলায় রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে আফিজ উদ্দীন (৮৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার রহিমানপুর ইউনিয়নে ঘটনাটি ঘটে।

নিহত আফিজ উদ্দীন রহিমানপুর ইউনিয়নের মাদ্রাসাপাড়া গ্রামের মৃত আমির উদ্দীনের ছেলে।

হিমানপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু বলেন, নিহত ব্যক্তি কানে কম শুনতে পান। সকালের দিকে তিনি রেললাইন পার হতে গিয়ে এই ঘটনাটি ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশন মাস্টার মোশারফ হোসেন।

এমএসআর