পাবনার ঈশ্বরদীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। বুধবার (০১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রূপপুর আইকে রোডের জয়নগর শিমুলতলায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর মোড় এলাকার জহুরুল ইসলামের ছেলে জয় (২১) ও লালন মিয়ার ছেলে ইব্রাহীম (২২)। আরেকজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা বকুল হোসেন জানান, ঈশ্বরদী থেকে দ্রুত বেগে দুটি মোটরসাইকেল পাল্লা দিয়ে যাচ্ছিল। জয়নগর শিমুলতলা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিযুক্ত অর্গান কোম্পানির মাইক্রোবাসের সঙ্গে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আরেকজন মারা যান।

তবে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাকিব হাসান বলেন, হাসপাতালে আনার আগেই তিনজনের মৃত্যু হয়েছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) ফিরোজ কবির জানান, মরদেহ উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ঘটনাস্থলেই দুইজন মারা গেছেন। হাসপাতালে আরেকজন মারা গেছেন। রাত সাড়ে ১০টা পর্যন্ত নিহত দুইজনের পরিচয় পাওয়া গেছে। অন্য জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

রাকিব হাসনাত/আরএআর