সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় ৮৮৮ জনের নমুনা পরীক্ষা করে নতুন ১০৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ২৭ শতাংশ। এ সময়ে করোনায় মারা গেছেন আরও সাতজন।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়ের করোনা সংক্রান্ত দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় সিলেটে ৫২ জন, সুনামগঞ্জে ২৩, হবিগঞ্জে ২০ এবং মৌলভীবাজারে ১৪ জনের করোনা শনাক্ত হয়।

সব মিলে বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ হাজার ৯২ জনে। এর মধ্যে সিলেট জেলায় ২৮ হাজার ১৪৯ জন, সুনামগঞ্জে ৬ হাজার ১১৩ জন, হবিগঞ্জে ৬ হাজার ৪৭৭ জন এবং মৌলভীবাজারে ৭ হাজার ৭৭৭ জন আক্রান্ত হয়েছেন।

এদিকে করোনায় মৃত সাতজনের মধ্যে চারজনই সিলেট জেলার বাসিন্দা। আরও তিনজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

বিভাগে করোনায় মারা গেছেন ১ হাজার ৮৭ জন। এর মধ্যে সিলেট জেলার ৭৯০ জন, সুনামগঞ্জের ৭২, হবিগঞ্জের ৪৬ এবং মৌলভীবাজারের ৭২ জন রয়েছেন। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ১০২ জন।

তুহিন আহমদ/এমএসআর