নেপালের রাষ্ট্রদূত ডা. বানশিধর মিশ্র

বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ডা. বানশিধর মিশ্র বলেছেন, আমরা বাংলাদেশ ও নেপাল এই দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে কাজ করছি। সেই সঙ্গে দুই দেশ কীভাবে ব্যবসা-বাণিজ্যে একে অপরকে সহযোগিতা করবে সেটি নিয়েও ভবিষ্যত পরিকল্পনা আছে আমাদের। 

বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

নেপালের রাষ্ট্রদূত বলেন, আমরা প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশ ও নেপালের সম্পর্ক বন্ধুর মতো।
ভারতের শিলিগুড়ি করিডর ব্যবহার করে সড়ক পথে নেপালের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ  সহজ হবে। শেরপুরে নাকুগাঁও স্থলবন্দরে এসে এখানকার ভৌগলিক পরিবেশ ও যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে ধারণা নিয়ে গেলাম। যেহেতু এই স্থলবন্দর দিয়ে পাশের দেশ ভুটানের সঙ্গে সড়ক পথে যোগাযোগ রয়েছে। সেক্ষেত্রে নেপালের সঙ্গে কেন যোগাযোগ থাকবে না। 

এ সময় অন্যান্যের মধ্যে শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তাদিরুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।

জাহিদুল খান সৌরভ/আরএআর