বগুড়ায় র‌্যাবের হাতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ায় ১ হাজার ৯০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা। রোববার (১৩ ডিসেম্বর) দুপুর পৌনে তিনটার দিকে শহরের বনানী মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী জুয়েল রানা দিনাজপুরের পার্বতীপুর উপজেলার তাজনগর গ্রামের মৃত মন্জুরুল হকের ছেলে।

র‌্যাব-১২ বগুড়া সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে র‌্যাব-১২ সদস্যরা জুয়েলকে বনানী এলাকা থেকে গ্রেফতার করে। এ সময় তার কাছে থেকে ১ হাজার ৯০০ ইয়াবা জব্দ করা হয়।

বগুড়া র‌্যাব-১২ কার্যালয়ের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার বলেন, ওই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ইয়াবা দেশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। এ বিষয়ে বগুড়ার শাজাহানপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসআর