ডামুড্যায় ৬৫ বস্তা নকল সার জব্দ
জব্দকৃত সার উপজেলা পরিষদ প্রাঙ্গণে রাখা হয়
শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় ৬৫ বস্তা নকল টিএসপি সারের বস্তা জব্দ করে উপজেলা কৃষি অফিস। পরে সহকারী কমিশনার (ভূমি) ফজলে এলাহী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯০ হাজার টাকা জরিমানা করেন এক ব্যবসায়ীকে।
সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার ডামুড্যা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
কৃষি অফিস সূত্রে জানা যায়, দুপুরে কৃষকদের মাধ্যমে জানা যায় যে ডামুড্যা বাজারের মদীনা ট্রেডার্সের সারের রংটা স্থানীয়দের কাছে সন্দেহজনক মনে হয়। স্বাভাবিক রঙের চেয়ে তা দেখাচ্ছে কালচে ও ঘোলা। পরে সহকারী কৃষি কর্মকর্তা মোতালেব হোসেন এবং এসিপিপিও দিলীপ কুমার দত্ত সার পরীক্ষা করার জন্য আসেন। তারা পরীক্ষা করে জানান, সারে ভেজাল আছে। পরে দোকানমালিক সোলাইমানকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
এ বিষয়ে কৃষি কর্মকর্তা শেখ আজিজুর রহমান বলেন, সোমবার কৃষকের মাধ্যমে জানতে পারি মদীনা ট্রেডার্সের সারের রংটা ঘোলাটে হয়ে গেছে। পরে আমার সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে আমি অফিসের কর্মকর্তা পাঠিয়ে পরীক্ষা করি। পরীক্ষায় ধরা পড়ে, সারগুলো নকল।
বিজ্ঞাপন
এরপর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে এলাহী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে জরিমানা করেন।
এনএ