রংপুরে আগুন পোহানোর সময় দগ্ধ হয়ে দুই নারীর মৃত্যু
ফাইল ছবি
শীতের প্রকোপের কারণে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে রংপুরে অন্তঃসত্ত্বা নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় খেজমতি বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়। তার শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। খেজমতি বেগমের বাড়ি লালমনিরহাটের সদর উপজেলায়।
এর আগে রোববার (১৭ জানুয়ারি) খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টাকালে মুন্নি বেগম নামে এক অন্তঃসত্ত্বা নারী অগ্নিদগ্ধ হন। তিনি নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। মুন্নি বেগমের বাড়ি রংপুরের পীরগাছা উপজেলায়।
বিজ্ঞাপন
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. আব্দুল হামিদ পলাশ দুই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বার্ন ইউনিটে দগ্ধ আরও ১৫ জনের চিকিৎসা চলছে। দুই নারীর মৃত্যু হয়েছে।
এএম
বিজ্ঞাপন