বাগেরহাটে ১১০ কোটি টাকা পাচারের মামলায় নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মান্নান তালুকদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

গতকাল রোববার (৫ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক স্বপন কুমার সরকার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এর আগে গত ৩ জুন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারকের আপিল বেঞ্চ হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে দুই সপ্তারের মধ্যে তাকে আত্মসমর্পণের আদেশ দেন। করোনাকালীন লকডাউনের কারণে আদালত বন্ধ থাকায় নিদির্ষ্ট সময়ের মধ্যে তিনি আত্মসমর্পণ করতে পারেননি বলে আদালতকে জানান।

বাগেরহাট দুদকের আইনজীবী অ্যাডভোকেট মিলন কুমার ব্যানার্জী জানান, রোববার সকালে চীফ জুডিশিয়াল আদালতে নিউ বসুন্ধধরার এমডি আবদুল মান্নান তালুকদার আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এসময় আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে ২০১৮ সালের ৩০ মে বাগেরহাট মডেল থানায় নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মান্নান তালুকদার ও চেয়ারম্যান আনিসুর রহমানের বিরুদ্ধে ১১০ কোটি ৩১ লাখ ৯ হাজার ১৩৫ টাকা ৫৮ পয়সা অবৈধ সম্পদ অর্জন, অপরাধলব্ধ আয় স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের অভিযোগে মামলা করে দুদক।

তানজীম আহমেদ/এমএএস