গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজনই রাজশাহী জেলার বাসিন্দা। এছাড়া নওগাঁ, নাটোর ও বগুড়া জেলার একজন করে মারা গেছেন।  

গত এক দিনে চাঁপাইনবাবগঞ্জ,  জয়পুরহাট, সিরাজগঞ্জ এবং পাবনা জেলায় করোনায় প্রাণহানির খবর পাওয়া যায়নি। 

সোমবার (০৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের হিসেবে, এ পর্যন্ত বিভাগের আট জেলায় করোনায় মারা গেছেন ১ হাজার ৬২২ জন। এর মধ্যে সর্বোচ্চ ৬৬৯ জন মারা গেছেন বগুড়ায়। 

এ ছাড়া রাজশাহীতে ৩০১ জন, নাটোরে ১৭০, চাঁপাইনবাবগঞ্জে ১৫২, নওগাঁয় ১৩৯, সিরাজগঞ্জে ৯৫, জয়পুরহাটে ৫৬ এবং পাবনায় ৪০ জনের মৃত্যু হয়েছে করোনায়। 

বিভাগীয় স্বাস্থ্য দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিভাগে এ পর্যন্ত ৯৬ হাজার ৪৭১ জনের করোনা ধরা পড়েছে। এর মধ্যে গত এক দিনে ১৭৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

এদিন রাজশাহীতে ৪৫ জন, সিরাজগঞ্জে ৪৫, চাঁপাইনবাবগঞ্জে ২৪, বগুড়ায় ২৪, পাবনায় ১৬,  নাটোরে ১০, জয়পুরহাটে ৬ এবং নওগাঁয় ৪ জনের করোনা ধরা পড়েছে। 

এ পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ৯০ হাজার ৬১১ জন করোনা রোগী। এর মধ্যে গত এক দিনে সুস্থ হয়েছেন ২০৭ জন। এই এক দিনে হাসপাতালে এসেছেন ৬৩ জন। করোনায় সব মিলিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৫ হাজার ৩৯৭ জন। 

ফেরদৌস সিদ্দিকী/আরএআর