টাঙ্গুয়ার হাওরে নৌকার ভাড়া নির্ধারণ
সুনামগঞ্জের তাহিরপুরে পর্যটকদের ভ্রমণের অন্যতম বাহন নৌকা। হাওরে নৌকা ভ্রমণের ক্ষেত্রে ভাড়া নির্ধারণ করা হয়েছে। তাহিরপুর ট্রলার মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি নোটিশে বিষয়টি জানানো হয়।
নোটিশে বলা হয়, তাহিরপুর ঘাট থেকে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার, শহীদ সিরাজ লেক (নিলাদ্রী) হয়ে আবারও তাহিরপুর ঘাটে ফিরলে ছোট ইঞ্জিনের নৌকা (লম্বা ৩০-৩৫ হাত) চার হাজার টাকা, কাঠের তৈরি বড় ইঞ্জিনের নৌকা (লম্বা ৪০-৪৫ হাত) আট হাজার টাকা ও একই সাইজের স্ট্রিলের নৌকা ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) রাতে তাহিরপুর ট্রলার মালিক সমিতির সভাপতি আবিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত নোটিশে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে পুলিশের সুনামগঞ্জ সদর সার্কেলের ফেসবুক পেজে নোটিশটি দেওয়া হয়। সেখানে বলা হয়েছে, টাঙ্গুয়ার হাওরে নৌকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। সোমবার ট্রলার মালিক সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। তারপরও অতিরিক্ত ভাড়া দাবি করলে তাহিরপুর থানায় অভিযোগ জানালে পুলিশ ব্যবস্থা নেবে।
সাইদুর রহমান আসাদ/এসপি