গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগজুড়ে আরও ৩ জনের প্রাণ নিয়েছে মহামারি করোনা। এই এক দিনে চাঁপাইনবাবগঞ্জে দুজন এবং সিরাজগঞ্জে একজন মারা গেছেন।

এই একদিনে রাজশাহী, নওগাঁ, নাটোর, জয়পুরহাট, বগুড়া ও পাবনা জেলায় করোনায় প্রাণহানির খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের হিসেবে, এ পর্যন্ত বিভাগের আট জেলায় করোনায় মারা গেছেন ১ হাজার ৬২৫ জন। এর মধ্যে সর্বোচ্চ ৬৬৯ জন মারা গেছে বগুড়ায়।

এ ছাড়া রাজশাহীতে ৩০১, নাটোরে ১৭০, চাঁপাইনবাবগঞ্জে ১৫৪, নওগাঁয় ১৩৯, সিরাজগঞ্জে ৯৫, জয়পুরহাটে ৫৬ এবং পাবনায় ৪০ জনের মৃত্যু হয়েছে এই মহামারিতে।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিভাগে এ পর্যন্ত ৯৬ হাজার ৬৫৫ জনের করোনা ধরা পড়েছে। এর মধ্যে গত এক দিনে ১৮৪ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।

এদিন নাটোরে ৪৪, রাজশাহীতে ৩৭, সিরাজগঞ্জে ৩০, পাবনায় ২৮, বগুড়ায় ২৩, জয়পুরহাটে ১৮, নওগাঁয় ২ এবং চাঁপাইনবাবগঞ্জে একজনের করোনা ধরা পড়েছে।

এ পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ৯১ হাজার ৪৪২ জন করোনা রোগী। এর মধ্যে গত এক দিনে সুস্থ হয়েছেন ৮৩১ জন। এই এক দিনে হাসপাতালে এসেছেন ৫৬ জন। করোনায় সব মিলিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৫ হাজার ৪৫৩ জন।

ফেরদৌস সিদ্দিকী/এনএ