ব‌রিশা‌ল জেলার আগৈলঝাড়ায় একটি হরিণের খামারে অভিযান চালিয়ে খামার মালিকসহ চারজনকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রা‌ত ১১টার দি‌কে উপ‌জেলার রা‌জিহার ইউ‌নিয়‌নে হ‌রি‌ণের খামার থে‌কে চামড়া ও মাংস জব্দ করা হয়। এ সময় চারজন‌কে আটক করা হয়। খামারের মালিক হরিণের মাংস পাচারের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার। তিনি জানান, অভিযানে ছয়‌টি হ‌রি‌ণের চামড়াসহ ৩৭ কে‌জি মাংস জব্দ করা হ‌য়ে‌ছে।

আটককৃতরা হ‌লো, আ‌গৈলঝাড়া উপজেলার হ‌রি‌ণ খামারের মা‌লিক ও এন‌জিও আ‌লো‌শিখা সমাজ উন্নয়ন কে‌ন্দ্রের নির্বাহী প‌রিচালক জেমস মৃদুল হালদার, খামা‌রের অ‌ফিস সহকা‌রী ‌খোকন সরকার, খামা‌রের নাইট গার্ড সুনীল চন্দ্র হালদার ও বিপ্লব সরকার।

আটককৃত‌দের ম‌ধ্যে তিনজ‌নের বা‌ড়ি আ‌গৈলঝাড়ার বি‌ভিন্ন এলাকায়। আর বিপ্লব সরকা‌রের বা‌ড়ি মাদারীপু‌রের ডাসার থানা এলাকায়। বিপ্লবের মাধ্যমেই হ‌রি‌ণের মাংস পাচার করছিলেন তারা।

আটককৃত‌দের বিরু‌দ্ধে মামলা দা‌য়ে‌রের প্রস্তু‌তি চল‌ছে ব‌লে জানান পু‌লি‌শের এই কর্মকর্তা।

সৈয়দ মেহেদী হাসান/ওএফ