ব্রাহ্মণবাড়িয়ায় শাকিল মিয়া নামে পৌরসভার এক কাউন্সিলরের বিরুদ্ধে সিরিঞ্জে করোনার টিকার ডোজ ঢুকানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) গণটিকাদান কর্মসূচি চলাকালে জেলা শহরের শিমরাইলকান্দি এলাকার বিএডিসি কেন্দ্রে এ ঘটনা ঘটে। শাকিল ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

স্থানীয় সূত্রে জানা গেছে, গণটিকাদান কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১২টি ওয়ার্ডে মঙ্গলবার দিনব্যাপী টিকাদান কার্যক্রম চলে। পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের বিএডিসি কেন্দ্রে টিকা প্রদানের জন্য স্বাস্থ্যকর্মী থাকার পরও কাউন্সিলর শাকিল মিয়া নিজে টিকার ভায়াল থেকে সিরিঞ্জে টিকার ডোজ ঢোকান। যদিও প্রশিক্ষণ ছাড়া সিরিঞ্জে ভায়াল থেকে টিকার ডোজ ঢুকানো ঝুঁকিপূর্ণ।

তবে কাউন্সিলর শাকিল মিয়া বলেন, আমি টিকা প্রয়োগ করিনি। খালি ভায়ালে যতটুকু ছিল তা আমি সিরিঞ্জে ঢুকাচ্ছিলাম। হয়তো এমন সময় কেউ ছবি তুলেছে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, সিরিঞ্জে কাউন্সিলর টিকার ডোজ ঢুকিয়েছেন বলে আমার জানা নেই। প্রত্যেক কেন্দ্রেই প্রশিক্ষিত টিকাদানকর্মী রয়েছেন। তারা ছাড়া অন্য কেউ টিকার কাজ করার নিয়ম নেই।

তিনি আরও বলেন, এগুলো (সিরিঞ্জে টিকার ডোজ ঢুকানো ও প্রয়োগ) টেকনিক্যাল কাজ। যারা প্রশিক্ষিত তারাই এগুলো করবেন। বিষয়টি খতিয়ে দেখা হবে। 

আজিজুল সঞ্চয়/আরএআর