সিলেটের গোয়াইনঘাটে দুই নারী শ্রমিক হত্যায় মখলিছ (৫৫) নামের একজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মখলিছ গোয়াইনঘাট উপজেলার পাংথুমাই গ্রামের আছকর আলীর ছেলে।

এছাড়া আদালত তার স্ত্রী রাহেলা বেগমকে ৩ বছরের কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা করেছেন। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বজলুর রহমান আসামিদের উপস্থিতি এ রায় ঘোষণা করেন।

সিলেট জেলা ও দায়রা জজ আদালতে পিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আদালত ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন।

তিনি আরও জানান, ২০১৪ সালের ২৫ এপ্রিল উপজেলার পিয়াইন নদীতীরে মুর্তা বেতের বাগানের জায়গার বিরোধ নিয়ে পাংথুমাই গ্রামের জমসু মিয়ার স্ত্রী মালেকা বেগম ও আজির উদ্দিনের স্ত্রী হাসিনা বেগমকে হত্যা করে মখলিছ। এ সময় তাকে সহযোগিতা করেন তার স্ত্রী রাহেলা বেগম।

তুহিন আহমদ/এমএসআর