রংপুর বিভাগে করোনায় শনাক্ত ও মৃত্যু কমে এসেছে। গত ২৪ ঘণ্টায় ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনায় আক্রান্ত আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে সুস্থ হয়েছেন ৪৮ জন। শনাক্তের হার ৮ দশমিক ১৮ শতাংশ।

শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোতাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের দিনাজপুরের দুইজন ও ঠাকুরগাঁও জেলায় একজন মারা গেছেন। এ সময় ২২০ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে পঞ্চগড়ের ৩ জন, নীলফামারীর ৩ জন, ঠাকুরগাঁওয়ের ৪ জন এবং দিনাজপুরের ৮ জন রয়েছেন।

সর্বশেষ তিনজনসহ রংপুর বিভাগে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২১৭ জনে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দিনাজপুরে। এ জেলায় সর্বোচ্চ ৩২২ জন মারা গেছেন।

দ্বিতীয় সর্বোচ্চ ২৯০ জনের মৃত্যু হয়েছে বিভাগীয় জেলা রংপুরে। জেলা হিসেবে সবচেয়ে কম ৬৩ জন মারা গেছেন গাইবান্ধায়। এ ছাড়া ঠাকুরগাঁওয়ে ২৪৬ জন, নীলফামারীতে ৮৭ জন, পঞ্চগড়ে ৭৯ জন, কুড়িগ্রামে ৬৬ জন ও লালমনিরহাটে ৬৪ জন মারা গেছেন।

গত বছরের মার্চে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত বিভাগে মোট ২ লাখ ৬৫ হাজার ২৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৪ হাজার ৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ৪৯ হাজার ৯১১ জন।

এদিকে রংপুর বিভাগে চলতি বছরের ৭ ফেব্রুয়ারি থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ৩৫ লাখ ৩২ হাজার ৬১২ জনকে করোনার ভ্যাকসিন প্রদান করা হয়েছে। এ বিভাগের ৮ জেলায় প্রায় দুই কোটি মানুষের বসবাস।

করোনা সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোতাহারুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।

ফরহাদুজ্জামান ফারুক/আরএআর