কুয়াকাটা সৈকত সংলগ্ন বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। রোববার (১২ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টায় কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট সংলগ্ন ৫০০ গজ গভীরে ট্রলারটি ডুবে যায়। এ সময় ১৫ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ডুবে যাওয়া ট্রলারটি পটুয়াখালী জেলার মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের গঙ্গামতি এলাকার আব্বাস বিশ্বাসের।

কুয়াকাটা বেড়াতে আসা পর্যটক প্রত্যক্ষদর্শী আবির হাসান বলেন, আমরা সমুদ্রে গোসল করছিলাম। এমন সময় ঢেউয়ের তোড়ে মাছ ধরার ট্রলারটি উল্টে যায়। তাৎক্ষণিক সৈকতে থাকা দুটি ওয়াটার বাইক গিয়ে জেলেদের উদ্ধার করে।

ডুবে যাওয়া ট্রলারের মাঝি আলী হোসেন বলেন, শুক্রবার গভীর সমুদ্রে মাছ শিকার করতে যাই। এরপর সমুদ্র উত্তাল হলে মাছ ধরা বন্ধ রাখি। পায়রা বন্দর মোহনা সংলগ্ন হাইরের চরে ট্রলার নোঙ্গর করি। রোববার সকাল থেকে সমুদ্র আরও উত্তাল হয়। সেখানে টিকতে না পেরে মৎস্য বন্দর আলিপুর মহিপুর খাপড়াভাঙ্গা নদীতে নিরাপদ আশ্রয়ের জন্য রওনা দেই। কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট সংলগ্ন সমুদ্রে পৌঁছালে ঢেউয়ের তোড়ে ট্রলার ডুবে যায়।

কাজী সাঈদ/এসপি