শ্রেণিকক্ষে ফিরেছে প্রাণ
অবশেষে দেড় বছর পর শ্রেণিকক্ষে ফিরল শিক্ষার্থীরা। রোববার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে চাঁদপুর শহরের পাড়া-মহল্লাগুলোর পথে পথে ছেলেমেয়েরা হেঁটে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে দেখা গেছে। কেউ অভিভাবকের সঙ্গে এসেছে। কেউ সহপাঠীদের সঙ্গে দলবেঁধে এসেছে। কেউবা একাকী। তাদের পরনে ছিল স্কুলড্রেস, পিঠে ব্যাগ।
রোববার (১২ সেপ্টেম্বর) শহরের বধ্যবত্তি এলাকার চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর সরকারি মহিলা কলেজ ও মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় গিয়ে দেখা গেছে, দলে দলে শিক্ষার্থীরা প্রবেশ করছিল প্রিয় প্রতিষ্ঠানে।
বিজ্ঞাপন
এতে করে প্রাণ ফিরে এসেছে ক্লাসরুমে। শিক্ষক-শিক্ষার্থীরা ছিলেন উচ্ছ্বসিত। বিশেষ করে শিক্ষার্থীরা দীর্ঘদিন পর সহপাঠীদের পেয়ে খুশিতে আত্মহারা ছিল।এদিন অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য ফুল, বই ও চকলেট দিয়ে বরণ করে নিয়েছেন শিক্ষকরা। স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষার্থীর ক্লাসে প্রবেশ করতে হয়েছে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী স্কুল-কলেজ খুললেও সব শিক্ষার্থী একসঙ্গে যাবে না। শুধু ২০২১ ও ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা প্রতিদিন (সপ্তাহে ছয় দিন) শিক্ষাপ্রতিষ্ঠানে যাবে।
বিজ্ঞাপন
এদের সঙ্গে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির মধ্যে যেকোনো একটি শ্রেণির শিক্ষার্থীরা পর্যায়ক্রমে এক দিন করে যাবে। দুটি করে ক্লাস ধরে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ইতোমধ্যে রুটিন তৈরি করেছে।
চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী ইব্রাহীম ও মহিলা কলেজের শিক্ষার্থী আফরোজা বলেন, ক্লাসে সবাইকে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ি। শিক্ষকরা আমাদের ফুল, বই ও চকলেট দিয়ে বরণ করে নিয়েছে। আমাদের যাতে সমস্যা না হয়, এজন্য শিক্ষকরা তদারকি করছেন।
ইকবাল নামের এক অবিভাবক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়েছে, এর জন্য আমরা অনেক খুশি। প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে ছেলেমেয়েদের পড়াশোনার ক্ষতি হয়েছে। এখন নিয়মিত ক্লাস হলে সেই ক্ষতি কিছুটা হলেও কমবে।
সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মাসুদুর রহমান বলেন, শিক্ষক ও বাবা হিসেবে প্রত্যেক শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করা আমার দায়িত্ব। কলেজে প্রবেশের সাথে সাথে জিবাণুনাশক স্প্রে, হ্যান্ড সেনিটাইজার দেওয়া হচ্ছে। প্রতিটি ক্লাসরুমের পাশে হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে।
চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রম ও স্বাস্থ্যবিধি মেনে ক্লাস শুরু হয়েছে। একাদশ ও দ্বাদশ শ্রেণির রাজু ভবনের ১২টি কক্ষ স্বাস্থ্যবিধি মেনে ক্লাস পরিচালনা হবে।
শরীফুল ইসলাম/এমএসআর