মৃত ব্যক্তির জন্য মিলাদ, পোলাও খেয়ে হাসপাতালে ৫৫ জন
বজলুর রহমান নামের এক ব্যক্তির মৃত্যুর পর গ্রামের মসজিদে তার জন্য দোয়া মাহফিল শেষে রান্না করা পোলাও খেয়ে তিন গ্রামের শতাধিক শিশু-মহিলা-পুরুষ অসুস্থ হয়েছেন।
রোববার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত প্রাথমিক চিকিৎসা নিয়েছেন পঞ্চাশোর্ধ অনেকে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন ৫৫ জন।
বিজ্ঞাপন
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর বাকিলা বেলখুর গ্রামে শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এ দোয়া মাহফিল ও পোলাও রান্নার আয়োজন করা হয়। এরপর অসুস্থ হয়ে পড়লে শনিবার থেকে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিতে ও ভর্তি হতে শুরু করেন অসুস্থ রোগীরা।
বেলখুর গ্রামের আবদুস সামাদ জানান, কয়েক দিন আগে গ্রামের বজলুর রহমান নামের এক ব্যক্তি মারা যান। গত শুক্রবার দুপুরে গ্রামের মসজিদে তার জন্য দোয়া মাহফিল ও পোলাও রান্নার আয়োজন করেন নিহতের পরিবার। সেই পোলাও খেয়ে বাকিলা, পানিখুর ও বেলখুরসহ আশপাশের গ্রামের অনেক মানুষ অসুস্থ হয়।
বিজ্ঞাপন
পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি কয়েকজন নারী বলেন, মাহফিল অনুষ্ঠানের পোলাও খাইছিলাম। পরে রাত থেকে পেটব্যথা শুরু হয়। পাতলা পায়খানা, বমি হতে থাকে। এরপর হাসপাতালে ভর্তি হই। এখনো ব্যথা কমছে না।
পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স উম্মে কুলসুম বলেন, মজলিশের পোলাও খেয়ে অসুস্থ অনেক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আমরা তাদের সঠিক চিকিৎসা দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছি। অনেক রোগীর অবস্থা মোটামুটি উন্নতির দিকে।
পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী রোববার সন্ধ্যায় ঢাকা পোস্টকে বলেন, শনিবার থেকে এখন পর্যন্ত ৫৫ জন মানুষ ডায়রিয়া, বমি ও পেটব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ইতোমধ্যে অসুস্থ থাকা পঞ্চাশের ওপরে নারী-পুরুষ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খাবারে সমস্যার কারণে এমনটা হয়েছে।
চম্পক কুমার/এনএ