গ্রামাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে : কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের মধ্যে রয়েছে দেশের প্রকৃত উন্নয়ন। তাই কৃষি উন্নয়নকেই জাতীয় উন্নয়ন ধরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের একযোগে কাজ করতে হবে।
রোববার (১২ সেপ্টেম্বর) রাতে যশোর সার্কিট হাউজে যশোর ও খুলনা অঞ্চলের কৃষি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
ড. আব্দুর রাজ্জাক গ্রামাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে। কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে পারলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে। তাই দেশের উন্নয়ন করতে হলে কৃষি ও কৃষকের উন্নয়নে গুরুত্ব দিতে হবে।
কৃষিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের সরকার কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধন করেছে, যা বিশ্ব সম্প্রদায়ের নজর কেড়েছে। মহামারি করোনার মধ্যেও বাংলাদেশের কৃষি দেশের বিপুল জনগোষ্ঠীর খাদ্য যোগানের পাশাপাশি অর্থনীতির চাকাকে সচল রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বিজ্ঞাপন
কৃষকের অবস্থা উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে উল্লেখ করে তিনি বলেন, এ লক্ষ্যে বর্তমান সরকার কৃষকদের মাঝে বীজ, সার, কৃষি যন্ত্রপাতিসহ বিভিন্ন ধরনের প্রণোদনা অব্যাহত রেখেছে। কৃষকের সার-বীজের দাম হাতের নাগালে রেখেছে। কৃষক যাতে তার ফসল উৎপাদনে বাধাগ্রস্ত না হয় সে লক্ষ্যে সরকার কাজ করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কৃষিবিদ মেসবাহুল ইসলাম।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক কৃষিবিদ আসাদুল্লাহর সভাপতিত্বে মতবিনিময়কালে বক্তব্য রাখেন, বিএডিসি চেয়ারম্যান কৃষিবিদ ড. অমিতাভ সরকার, কৃষি গবেষণা কাউন্সিলর নির্বাহী অফিসার ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তার, এসআরডিআই মহাপরিচালক বিধান কুমার ভাণ্ডার, ব্রি মহাপরিচালক ড. মো শাহজাহান কবির, যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান প্রমুখ।
এতে স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের যশোর অঞ্চলের অতিরিক্ত উপ-পরিচালক জাহিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বাদল চন্দ্র বিশ্বাস।
জাহিদ হাসান/এমএইচএস