বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে ভোলায় মেঘনা নদীতে পাথরবোঝাই এমভি বনশ্রী-২ নামে একটি বাল্কহেড ডুবে গেছে। এ সময় বাল্কহেডের মালিকসহ ৪ শ্রমিককে নদীতে থাকা জেলে ট্রলারে জীবিত উদ্ধার করা হয়। সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ভোলা সদর উপজেলায় মেঘনা নদীর রামদাসপুর পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

ভোলার ইলিশা নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল বাদশা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রামদাসপুর এলাকায় পাথরবোঝাই বাল্কহেড ডুবি বিষয়ে জানতে পেরেছি। বাল্কহেড ডুবিতে কোনো হতাহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি। বাল্কহেডে থাকা ৪ জনকেই জীবিত উদ্ধার হয়েছে।

জানা যায়, শনিবার সিলেট থেকে ৮ হাজার ঘনফুট পাথর বাল্কহেডে নিয়ে তিন শ্রমিকসহ মালিক বরিশালের উদ্দেশে রওনা দেন। সোমবার দুপুরের দিকে ভোলার রামদাসপুর চ্যানেলে পৌঁছালে তীব্র স্রোত ও ঢেউয়ে বাল্কহেডটি ডুবে যায়। এ সময় তারা সাঁতরে নদীতে থাকা জেলেদের ট্রলারে উঠে জীবন বাঁচান।

উদ্ধার চারজন হলেন বাল্কহেডের মালিক সাইফুল ইসলাম (৪০), উজ্জল (৩৫), শফিক (২৫) ও রাব্বি (২০)। তাদের সবার বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার দীঘিরপাড় এলাকায়।

এমএসআর